Logo
×

Follow Us

বাংলাদেশ

কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১৯:১২

কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হামিদ নামে একজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদ কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকার রজব আলীর ছেলে আব্দুল হামিদ (৪২)।

পুলিশ জানায়, আজ দুপুরে জমি সংক্রান্ত জেরে আব্দুল হামিদ তার বাড়ির পাশে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষ আমজাদ হোসেন ও আব্দুল হকসহ আরো কয়েকজন তাঁর উপর হামলা চালালে আব্দুল হামিদ গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল  থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫