Logo
×

Follow Us

বাংলাদেশ

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ২১:০৪

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

আটককৃত মাদক ব্যবসায়ী

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে  ১৪৩ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকাল ৫ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেনসিডিলের এ চালানসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পুটখালী গ্রামের আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের খায়রুল মোল্যার ছেলে তামিম হোসেন (১৪)। 

বেনাপোল সীমান্তের পুটখালী  ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালীর  তালতলা মোড় থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫