Logo
×

Follow Us

বাংলাদেশ

শাহ আমানতে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:১৫

শাহ আমানতে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

জব্দ করা স্বর্ণ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই। এ স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী মো. সোহেল অবৈধভাবে স্বর্ণ নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বার জব্দ ও সোহেলকে আটক করেছে।

সোহেলের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, স্বর্ণের পাত ও স্বর্ণালংকার পাওয়া গেছে। সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫