
সাজাপ্রাপ্ত আসামি
পাবনা জেলার আটঘরিয়া থানাধীন শিবপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন তাকে আটক করে র্যাব। আটককৃত ব্যক্তি হলেন আটঘরিয়া থানাধীন বগদি গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম হোসেন (৫০)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আতকৃতর বিরুদ্ধে পাবনা জেলা জজকোর্টে নং- সিআর ০১/২০১৭ (আটঘরিয়া), এস/সি ৩১৭/২০১৭, প্রসেস নং-১৬/১৮ এবং সিআর ৪৭৩/২০১৫ (পাবনা), প্রসেস নং -২৩৫/১৫ এর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট রয়েছেন।
এ বিষয়ে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানা ধীন শিবপুর বাজারে অভিযান পরিচালনা করে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।