Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৭

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, তারা রোহিঙ্গা ডাকাত ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কেফায়েত উল্লাহ ও কোরবান আলী। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে—এমন খবরে অভিযানে যায় র‌্যাব। র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। 

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে কেফায়েত ও কোরবান আলীর লাশ পাওয়া যায়। পরে তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫