Logo
×

Follow Us

জেলার খবর

কোনাবাড়িতে ফের ঝুটের গুদামে আগুন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৮:৪০

কোনাবাড়িতে ফের ঝুটের গুদামে আগুন

ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়িতে ফের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি কাঠালতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী খোকন মিয়ার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশে থাকা আরো সাতটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পড়ে গেছে গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুটের মালামাল। জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, একটি ঝুট গুদামে থেকে আগুনের সূত্রপাত হয় পাশে থাকা আরো কয়েকটি ঝুটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫