Logo
×

Follow Us

বাংলাদেশ

বেগমগঞ্জে অস্ত্রসহ আটক ৪

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:৩৪

বেগমগঞ্জে অস্ত্রসহ আটক ৪

আটককৃতরা

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মধ্যে দুইজন কিশোর রয়েছে।

আটককৃতরা হলেন- সেনবাগ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল (১৮) বেগমগঞ্জ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. জহিরুল ইসলাম (১৮), একই উপজেলার হারুনুর রশীদ ছেলে ফিরোজ আহম্মদ (১৫) ও আবুল খায়েরের ছেলে মো. নেয়ামত উল্যাহ (১৬)।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঞারহাট থেকে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত ৪ আসামি ওই স্থানে সন্ত্রাসী কার্যক্রম করতে অবস্থান নেয়। বিষয়টি টের তারা তাদের  আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে কিরিচ, ছোরা, ব্লেড জব্দ করে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫