Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ছুরিকাঘাতে নৌকা সমর্থক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ১৯:২৯

ঝিনাইদহে ছুরিকাঘাতে নৌকা সমর্থক নিহত

ছুরিকাঘাতে নিহত জসিম

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে (নৌকা সমর্থক) জসিম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন নামে আরো একজন আহত হয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) বিকালে ইউনিয়নের ভাটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জসিম (৩০) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিম ও মিলন গ্রামে ফিরছিল। ভাটবাড়ীয়া গ্রামে পৌঁছালে এক যুবক এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যায়। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে রয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫