Logo
×

Follow Us

জেলার খবর

জামালপুরে হত্যা মামলার একমাত্র আসামির লাশ উদ্ধার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৫

জামালপুরে হত্যা মামলার একমাত্র আসামির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে মকবুল হোসেন হত্যা মামলার একমাত্র আসামি জালাল উদ্দিনের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জালাল ওই এলাকার মৃত হিরু শেখের ছেলে ও নিহত মকবুল হোসেনের বড় ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমি সংক্রান্ত জেরে ৪ জানুয়ারি জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন মকবুল হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়ির আমগাছে জালাল উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটা হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বলে তিনি জানান।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫