
আটক ব্যক্তি। ছবি : পাবনা প্রতিনিধি
পাবনা পৌরসভার সোনাপট্টি এলাকা থেকে ১৬০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মাকসুদুল ইসলাম (৫৪) নামে একজনকে আটক করেছে পাবনা র্যাব-১২।
গতকাল রবিবার (২৩ জানুয়ারি) রাতে মেসার্স অহনা ফার্মেসির সামনে থেকে তাকে টাপেন্টাডলসহ আটক করা হয়।
মাকসুদুল দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোফারুল ইসলামের ছেলে।
এ বিষয়ে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাকসুদুল ইসলামের মেসার্স অহনা ফার্মেসির সামনে থেকে তাকে ১৬০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।