Logo
×

Follow Us

বাংলাদেশ

স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ পরিদর্শক গ্রেফতার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪

স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ পরিদর্শক গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা

ফরিদপুরের কোতোয়ালি থানায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ওই পুলিশ কর্মকর্তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালে ফরিদপুর শহরে বসবাসকারী ফারুক আহমেদের মেয়ে ফারজানা আক্তার তুলির সাথে ওই পুলিশ কর্মকর্তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন চালানো হয় তুলির ওপর। পরবর্তীতে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত ৯ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তুলি।

মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা। গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা গুলশান এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে ফরিদপুর পুলিশ গ্রেফতার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫