নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যবসায়ীকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দুটি ধারায় চল্লিশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. হানিফ। সে ফেনী জেলার সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজামিয়ার ছেলে।
আজ রবিবার (২৭ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ডাদেশ দেন।
দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি মো. হানিফ নিজেকে ফেনী জেলার ফেনী উপজেলা দিন পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের বাথানিয়া ডেইরি ফার্মের মালিক ও স্বত্বাধিকারী দাবি করে জাল, ভুয়া কাগজপত্র প্রদান করেন। উক্ত কাগজপত্র ফেনীর সোনালী ব্যাংকে দাখিল করে ৪ লাখ টাকা এসএমই ঋণ মঞ্জুর হয়। কিন্তু দুদকের তদন্তে বাস্তবে বাথানিয়া ডেইরি ফার্মের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এটি একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ছিল। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বিচারক উপস্থিত আসামিকে দণ্ডাদেশ দিয়ে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh