Logo
×

Follow Us

জেলার খবর

স্বামীর বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ২০:১২

স্বামীর বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত

নিহত গৃহবধূ জোসি আক্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জোসি আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মো. গালিবের স্ত্রী।

হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জোসিকে নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। পথে সিরাজদীখানের নিমতলা এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকায় জোসির ওড়না আটকে রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মারা যান।

মোটরসাইকেলটি হাসাড়া থানা হেফাজতে রয়েছে বলেও জানান বাহারুল সোহাগ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫