Logo
×

Follow Us

বাংলাদেশ

সিগারেট ধরাতে না পেরে চালককে পেটালেন যাত্রী

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১২:৫৪

সিগারেট ধরাতে না পেরে চালককে পেটালেন যাত্রী

পারভেজ

নাটোরের লালপুরে সিগারেট ধরাতে না পেরে অটোরিকশার চালককে বেধড়ক পেটালেন পারভেজ নামে এক যাত্রী। আর চালকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় জনতা এসে গণপিটুনি দিয়ে পুলিশে দেন পারভেজকে। 

রবিবার (২৭ মার্চ) লালপুর উপজেলার পালিদহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী থেকে পারভেজ সিএনজিচালিত অটোরিকশায় লালপুরে আসছিলেন। পথে সিগারেট ধরানোর জন্য অটোরিকশা চালক আমিরুলের কাছে লাইটার চান পারভেজ। আমিরুল সিগারেট খান না তাই তার কাছে লাইটারও ছিল না। সিগারেটের নেশায় উত্তেজিত হয়ে পড়েন পারভেজ। একপর্যায়ে পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করেন আমিরুলকে। এসময় আমিরুলের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে এসে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেন পারভেজকে।

লালপুর থানার ওসি মনোয়ার উজ জামান জানান, সিএনজিচালক লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়া পারভেজ নামে ওই যাত্রী পুলিশি হেফাজতে রয়েছে। আমরা এ বিষয়েরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫