ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৯:০৫ পিএম
আপডেট: ২৮ মার্চ ২০২২, ০৯:১৭ পিএম
ঝিনাইদহে গাঁজা গাছসহ আবুল হোসেন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (২৮ মার্চ) ভোরের দিকে হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল ঐ এলাকার মৃত আবু তালেব মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হিঙ্গারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় একটি গাঁজা গাছসহ আবুলকে হাতেনাতে ধরতে সক্ষম হই। সে ওই এলাকার মোক্তার হোসেনের জমি লিজ নিয়ে সবজি চাষের সাথে নিষিদ্ধ গাঁজা চাষ করে আসছিল। এসময় ক্ষেতের ভিতরে লাগানো সতেজ গাঁজা গাছ যার ওজন ৩ কেজি ১৪০ গ্রাম উদ্ধার করা হয়। সেই সাথে তার কাছে থাকা নগদ পাঁচশো টাকাও উদ্ধার করে র্যাব।
তিনি আরো জানান, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh