ঝিনাইদহ মহেশপুর সীমান্তে স্বর্ণের বড় চালান আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জলুলী সীমান্তের করিমমোড় এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহীম খলিল (২৫) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়।
৫৮ বিজিবির কমান্ডার লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করিমমোড় এলাকায় চেকপোস্ট বসায় বিজিবি। হঠাৎ এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তার গতি রোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। তখন ইব্রাহীম পালানোর চেষ্টা করে। সে সময় তাকে ধরার পর মোটরসাইকেলে ঝুলানো প্লাস্টিকের ব্যাগ থেকে একটি টেপ প্যাচানো প্যাকেট বের করে দেকা যায় স্বর্ণের বার। এ সময় তার কাছ থেকে মোট ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৯৮টি ছোট ও একটি বড় স্বর্ণের বার রয়েছে। যার ওজন ১২.৫৩০ গ্রাম। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ইব্রাহীম জানায়, এই ব্যাগটি সকালে তার বোন জামাই মো. মোস্তফা (৪২) দিয়েছে।
তিনি আরো জানান, ইব্রাহীম ও মোস্তফা উভয়েরই বাড়ি ঝিনাইদহে। এ ব্যাপারে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত স্বর্ণ সোপর্দ করা হয়েছে।
বিষয় : ঝিনাইদহ স্বর্ণের বার আটক
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh