নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় এক জামায়াতের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাওলানা মো. শাহাজান (৫০) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াত আমীর এবং একই ওয়ার্ডের মৃত সেকান্দর আহম্মদের ছেলে।
আজ শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রাত ৩টার দিকে উপজেলার চর হাজারী ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারেফ হোসাইন বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা শাহাজানকে গ্রেপ্তার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আমরা কেউ এ ধরনের ঘটনার সাথে জড়িত না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির নেতৃত্বে লোকজন জড়ো হয়েছিল এবং মিছিল করেছে।
বিষয় : নোয়াখালী গ্রেপ্তার কোম্পানীগঞ্জ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh