Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১৭:২০

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে চর আমখাওয়া ইউনিয়নের মাদারের চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারের চর গ্রামের মাস্টারবাড়ি এলাকার সুরুজ্জামানে মেয়ে আয়াত (৩) ও একই গ্রামের মোতালেব মিয়ার মেয়ে সিনহা (৩)।

পরিবারের বরাত দিয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহেল জানান, কয়েকদিন আগে ঘরের ভিটি উঁচু করতে বাড়ির পাশে গর্ত খুঁড়ে মাটি সংগ্রহ করেন ওই গ্রামের হাসমত আলী। বৃহস্পতিবার বৃষ্টি হলে ওই গর্তে পানি জমে। শিশু আয়াত ও সিনহা খেলতে গেলে সেখানে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫