Logo
×

Follow Us

বাংলাদেশ

ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত, আটক ২

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১৭:৩৫

ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত, আটক ২

ফাইল ছবি

খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে ট্রেনের চালককে আহত করার ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে খানজাহান আলী থানার যোগীপোল এলাকার একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের রাকিব হোসেনের ছেলে শামীমুল হোসেন সিয়াম (১৪) ও গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামের কাজল শেখের ছেলে সাজ্জাত শেখ (১৩)।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ বলেন, ‘বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস (বেনাপোল কমিউটার) সকাল পৌনে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে যায়। সোয়া ৭টার দিকে ট্রেনটি খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ওই মাদ্রাসার সামনে পৌঁছালে কে বা কারা ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়।’

‘এতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হন। তার ঠোট ও মুখ ফেটে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই মাদ্রাসাছাত্রকে আটক করে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫