Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মায় ভেসে উঠলো যুবকের মরদেহ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১৯:৩৮

পদ্মায় ভেসে উঠলো যুবকের মরদেহ

যুবকের মরদেহ

রাজশাহী মহানগরীর বড়কুটি এলাকার পদ্মার পাড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। দেখে মনে হচ্ছে বয়স ৩৫ বছর হবে। প্রায় পাঁচ থেকে ছয়দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে জখম আছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, দুপুরে গোসল করতে দিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। তারা পুলিশকে ফোন দিয়ে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে নগরীর মতিহার থানায় একটি মামলাও হবে।

মৃত ওই যুবকের পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, ভেতরে সাদা গেঞ্জি ও কাল রঙের প্যান্ট পরিহিত ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫