Logo
×

Follow Us

জেলার খবর

চাকু হাতে ছাত্রলীগের ২ নেতার সেলফি

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ২৩:৫০

চাকু হাতে ছাত্রলীগের ২ নেতার সেলফি

চাকু হাতে দুই ছাত্রলীগ নেতা। ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে চাকু হাতে ছাত্রলীগের দুই নেতার সেলফি তোলা নিয়ে তোলপাড় চলছে। 

আজ শুক্রবার (১ এপ্রিল) বিকালে দুটি ধারালো চাকু হাতে নিয়ে সেলফি তোলেন উপজেলার কেশবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ও সদস্য ইমরান ওরফে লস্কর ইমরান। 

পরে সেই ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন ইমরান। এরপরই তাদের ছবি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। 

রায়হান কেশবপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে আর ইমরানের বাবার নাম মৃত মো. হানিফ। 

কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাবু তার ফেসবুক আইডিতে ওই ছবির একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন- সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কেশবপুর ইউনিয়ন। অস্ত্র হাতে প্রকাশ্যে প্র্যাকটিস করছে রায়হান ও ইমরান। সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। আর এই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু ও তার ভাই সুজন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানান তিনি। 

তবে ফেসবুকে ছবিটি ভাইরাল হওয়ার পর ডিলিট করে দেন ইমরান। 

অবশ্য এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা রায়হান বলেন, বিকালে কয়েকজন বন্ধু মিলে তরমুজ খেয়েছিলাম। তখন তরমুজ কাটা চাকু নিয়ে দুজনে সেলফি তুলেছিলাম। 

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫