Logo
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১৪:০৬

ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম অবশেষে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) পৌর মেয়র অমিতাভ বোস এ সত্যতা নিশ্চিত করে জানান, পৌরবাসীর মৌখিক ও লিখিত আবেদনের প্রেক্ষিতে সম্মিলিতভাবে কুকুর নিধনের সিদ্ধান্ত নেই। তারপর যখন বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এছাড়াও উচ্চ আদালতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লা মো. আহসান জানান, এ বিষয়ে সোমবার (৪ এপ্রিল) রাতে আমাকে হেড অফিস থেকে অবগত করা হয়। কুকুর নিধন কার্যক্রম বন্ধের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। মেয়রকে অবগত করলে তিনি কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বলে জানান।

জানা যায়, প্রাণী কল্যাণ আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে উহা এ আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া ২০১৪ সালে একটি সংগঠনের রিট আবেদনের প্রেক্ষিতে কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫