
উদ্ধারকৃত রকেট লঞ্চার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের পাশের এক পুকুর থেকে অবিস্ফোরিত একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে মারুফ হোসেন নামের এক যুবক ওই পুকুর থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে আজ দুপুরে পুলিশের একটি ইউনিট এসে রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করে।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার স্থানীয় ওই যুবক জানান, কৃষি অনুষদের পাশের একটি পুকুরে তিনি হাতে-মুখ ধোয়ার জন্য নামেন। সেখানে তার পায়ের নিচে একটি বস্তু পড়ে। তা উঠিয়ে তিনি বোমার মতো দেখতে পায়ে কৃষি অনুষদের পাশে ফ্লাইওভারের কাছে থাকা পুলিশ বক্সে নিয়ে জমা দেন। পরে সেখানে চন্দ্রিমা থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। আমি দুইজন সহকারী প্রক্টর সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশের একটি টিম এসে এটা নিষ্ক্রিয় করে।’
অধ্যাপক আসাবুল হক আরো বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এ বিষয়ে আলোচনা করবো। প্রয়োজনে অনুসন্ধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গা চিহ্নিত করে নিশ্চিত হতে হবে যেন পরবর্তীতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।’
এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন, ‘সকালে একটা ছেলে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লঞ্চার বোমা পেয়ে আমাদের কাছে ফোন করে। আমরা সেটা হেফাজত করি। পরে বোমা ইউনিটকে খবর দিলে তারা দুপুর দেড়টার দিকে এসে সেটি নিষ্ক্রিয় করে।’