Logo
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ১২

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১৯:১৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ১২

সুন্দরবনের মাছ শিকারের অভিযোগে আটককৃতরা। ছবি- সংগৃহীত

সুন্দরবনের অভয়াশ্রমে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ১২ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাদ্দাম বৈদ্য, শফিকুল ইসলাম বৈদ্য, জাকির হোসেন, খায়রুল মোড়ল, সালাম গাজী, বাচ্চু সানা, আবু সাইদ সরদার, নাজমুল সরদার, আবুল হোসেন গাজী, শাহজাহান শেখ, সালাম সানা ও ইকরামুল সরদার।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জাপসি নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীর পানিতে অসংখ্য মরা মাছ ভাসতে দেখা যায় এবং কয়েকজন জেলে সেই মাছগুলো তুলছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়। এ সময় ৬ বোতল মাছ মারার বিষ, ৪টি জাল, ৫টি কাঠের নৌকা, বিষ প্রয়োগে শিকার করা ৪০০ কেজি মাছ ও ৫টি টর্চলাইট জব্দ করা হয়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করেছেন তারা। জব্দ করা মালামাল ও আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫