Logo
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ২০:২৭

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার নতুনপাড়া এলাকার ৪০ বছরের ঝুমা সরকার ও তার দুই বছরের সন্তান দ্বীপ সরকার। 

এ ঘটনায় ঝুমার মেয়ে পূজা সরকার আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার নতুনপাড়া এলাকায় বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে আজ রবিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে টিউবওয়েলে ছেলেকে গোসল করাতে নিয়ে যান ঝুমা। এ সময় রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমা ও তার ছেলের মৃত্যু হয়। এ সময় মায়ের বুকেই ছিল শিশুটি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫