Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ২১:৩৯

পাবনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী আইকে রোড এলাকার নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিরুল ইসলাম (৫২) আলহাজ্ব মোড় আই কে রোড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। 

নিহত আমিরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। 

পুলিশ জানায়, আজ রবিবার (১০ এপ্রিল) বিকেলে আমিরুল ইসলামের ঘর থেকে দুর্গন্ধ আসছিল। এসময় স্থানীয়রা ঘরের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমিরুল ইসলাম এক সময় প্রবাসে থাকতেন। গত সাত বছর আগে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়। এরপর থেকে স্ত্রী-সন্তান পাশে না থাকায় নিঃসঙ্গ জীবন যাপন করতেন। এক পর্যায় সে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে।

ওসি আরো জানায়, গত শুক্রবার স্থানীয়রা তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময় তার মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫