Logo
×

Follow Us

বাংলাদেশ

ভাসানচরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ২২:০৩

ভাসানচরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত মনির উদ্দিন (৩০) ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রের ৭৭ নং ক্লাস্টারের জমির উদ্দিনের ছেলে।

আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

তিনি আরো জানান, গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মাইন উদ্দিন ওই কিশোরীকে টয়লেটে ধর্ষণ করেছেন। এ সময় কিশোরী চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৭ এপ্রিল ভাসানচর থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। অপরদিকে নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫