নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কবিরহাট পৌরসভা জামায়াতে ইসলামের আমির মো. মেজবাহ উদ্দিন ভূঞাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম কবির ভূঞার ছেলে।
এর আগে গতকাল শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে আয়েজিত একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে মেজবাহ উদ্দিন কাউকে না জানিয়ে নিজ ঘরে জামায়াতের লোকজন নিয়ে ইফতারের আয়োজন করে। সে হিসেবে আপাতত তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এখনো তদন্ত অব্যাহত আছে। দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয় : নোয়াখালী জামায়াতে ইসলাম গ্রেপ্তার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh