Logo
×

Follow Us

বাংলাদেশ

ইফতার মাহফিল থেকে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১২:৫৩

ইফতার মাহফিল থেকে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

মো. মেজবাহ উদ্দিন ভূঞা। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কবিরহাট পৌরসভা জামায়াতে ইসলামের আমির মো. মেজবাহ উদ্দিন ভূঞাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম কবির ভূঞার ছেলে।

এর আগে গতকাল শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে আয়েজিত একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে মেজবাহ উদ্দিন কাউকে না জানিয়ে নিজ ঘরে জামায়াতের লোকজন নিয়ে ইফতারের আয়োজন করে। সে হিসেবে আপাতত তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এখনো তদন্ত অব্যাহত আছে। দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫