Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৭:২৫

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

নিহত শিক্ষক আমান উল্লাহ শিকদার। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাকলিয়ায় রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আমান উল্লাহ শিকদার (৬২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। 

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় রাহাত্তারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

নিহতের ছেলে ফয়েজ শিকদার বলেন, আমার বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে তিনি ব্লুমিং পার্ক এলাকায় নেমে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান সাম্প্রতিক দেশকালকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত বলে ঘোষণা দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫