নাটোরের বড়াইগ্রামে ভ্যানচালক ইয়ামিন সরকার হিরো হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ।
আজ রবিবার (২৫ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নিহত হিরো বড়াইগ্রাম উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
পুলিশ সুপার জানান, গত ২৫ মার্চ সকাল ১০ টার দিকে হিরো অটোভ্যান নিয়ে বড়াইগ্রাম উপজেলার বাইপাস এলাকায় যায়। সেখানে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বপন এবং রনি হোসেন ভ্যানটি থামাতে বলে। ভ্যানটি থামানোর সাথে সাথে তারা ভ্যানচালক হিরোকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। এরপর গত (২৬ মার্চ) নিহত হিরোর বাবা আয়নাল হক বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ফুলবতী এবং জলন্দী এলাকা থেকে তাদের দুইজনকে গ্ৰেপ্তার করে। পরে রবিবার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে তাদের প্রেরণ করা হয়।
বিষয় : নাটোর হত্যা রহস্য উন্মোচন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh