Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশের টাকার জন্য ইউপি কার্যালয়ে হামলা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ২১:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশের টাকার জন্য ইউপি কার্যালয়ে হামলা

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সালিশের টাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা করেছেন নাজির ভূঁইয়া নামে এক যুবক। 

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে বাঁশ হাতে হেলমেট পড়ে হামলা চালান তিনি। নাজির ওই ইউনিয়নের পশ্চিম ঘাটিয়ারা গ্রামের মৃত নান্নু ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পুলিশ ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, নাজির ভূঁইয়া ও গিয়াস উদ্দিন নামে দুই যুবক লেবাননে ছিলেন। বিদেশে থাকা অবস্থায় গিয়াসের উদ্দিনের কাছে থেকে টাকা নেন নাজির। গত এক সপ্তাহ আগে বাসুবেদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লাসহ এলাকার গণ্যমান্য লোকজন সালিশের মাধ্যমে রায় দেন যে, নজিরকে দুই লাখ টাকা দিয়ে দিবেন গিয়াস। এরই মধ্যে গিয়াস এক লাখ ৪০ হাজার টাকা চেয়ারম্যানের কাছে জমা দেন। বাকি টাকা আগামীকাল সোমবার দেওয়ার কথা। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে নাজির হাতে বাঁশ নিয়ে টাকার জন্য ইউপি ভবনে হামলা করেন। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা জানান, পুরো টাকা পেয়ে সোমবার নাজিরকে দেওয়ার কথা ছিল। কেন সে এ ঘটনা ঘটিয়েছে সেটি বোধগম্য হচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করবে বলেও জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫