Logo
×

Follow Us

বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০০:০১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রতীকী ছবি।

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড়ের কারণে এ ঘোষণা দেওয়া হয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ৫টি ঘাটে ২০টি ফেরি চলাচল করছে।

জানা গেছে, দেশের কয়েকটি জেলায় আজ শুক্রবার (২৯ এপ্রিল) রাতে আঘাত হানতে পারে কালবৈশাখি ঝড়। ঢাকা বিভাগের কয়েকটি জেলাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার ওপর দিয়ে মধ্য রাতের আগেই বয়ে যেতে পারে কালবৈশাখি।

এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, পাবনা, পঞ্চগড়, টাঙ্গাইল ও মানিকগঞ্জে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫