চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস, সম্পাদক মির্জা শহিদুল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১৭:০৬

সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম
সিরাজগঞ্জের চৌহালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি পদে মো. ইদ্রিস আলী (প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে মির্জা শহিদুল ইসলাম (সাম্প্রতিক দেশকাল ও ৭১ টিভি) কন্ঠ ভোটে নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান (ডেইলি সান), সহ-সভাপতি মো. রোকনুজ্জামান রকু (যায়যায়দিন), সহ-সভাপতি মো. আবু দাউদ রানা (ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান (মত প্রকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন আপন (গণমুক্তি), সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন (বাংলাদেশের আলো), দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম (এশিয়া বানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন রেজা (খবর পত্র), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. রমিউজ্জামান লুৎফর (বাংলাদেশ সমাচার), ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফরিদ (সকালের সময়)।
কার্যকরী সদস্য- আব্দুর রহিম রেজা, মো. রাফিউল ইসলাম, মো. সুমন মিয়া।
প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা কমিটি ও স্থানীয় নেতারা।