Logo
×

Follow Us

বাংলাদেশ

গফরগাঁওয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১৭:২৪

গফরগাঁওয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে গণি বেপারী (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েন। 

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গণি বেপারী পার্শ্ববর্তী হোসেনপুর পৌর শহরের ধুলিহর এলাকার মৃত মনসুর বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গণি বেপারী মোটরসাইকেল চালিয়ে গফরগাঁও-ভালুকা সড়কে হাটুরিয়া এলাকার ফিলিং স্টেশনে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে সে মাথায় ও শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হন। এসময় সিএনজি চালক দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫