Logo
×

Follow Us

বাংলাদেশ

শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২০:৩০

শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথে চলাচলকারী ৮৫টি লঞ্চ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

আজ শনিবার (৩০ এপ্রিল) ৭টা থেকে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করে থাকে। কিন্তু আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আজ লঞ্চ চালু হচ্ছে না। ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী আটকে পড়া মানুষদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫