Logo
×

Follow Us

বাংলাদেশ

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৩ ভ্যানযাত্রীর

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২২, ২৩:৪১

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৩ ভ্যানযাত্রীর

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

আজ বুধবার (৪ মে) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যাটারিচালিত ভ্যানযোগে চার জন রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই আমির শেখ নামে এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় তিন জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে প্রান্ত দফাদার নামে এক ব্যক্তিসহ দুজন মারা যান। অপরজনের চিকিৎসা চলছে। 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫