Logo
×

Follow Us

বাংলাদেশ

রেলস্টেশনে বাসি খাবার বিক্রি!

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২, ১৮:২৬

রেলস্টেশনে বাসি খাবার বিক্রি!

রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তার অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। ছবি- সংগৃহীত

রেলওয়ে স্টেশনের স্ন্যাক্স অ্যান্ড টি স্টলে বাসি বিরিয়ানি, রোল, কাটলেট, বার্গার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আজ সোমবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি দোকানে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা ওই যাত্রীর অভিযোগের সত্যতা পাই। দোকানে বাসি বিরিয়ানি ও রোল পাই। পরে দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করি। দোকান সাময়িকভাবে বন্ধ করে দিই।

পরে এ রকম খাবার আর পরিবেশন করবে না মর্মে অঙ্গীকার করলে তাকে দোকান খোলার অনুমতি দিই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫