ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে (৫২) নামে অজ্ঞাত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৪ মে) ভোর রাত ৫ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ২৪ আফ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী যাওয়ার সময় পৌর এলাকার আদর্শ পাড়ার মাঠ পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে মডেল থানার এসআই হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ট্রেন দুর্ঘটনা রেলওয়ে পুলিশ তদন্ত করবে। যোগাযোগ করা হয়েছে। তারা এসে মৃতদেহ উদ্ধার করবেন।
এ বিষয়ে জানতে চাইলে স্টেশনের কর্তব্যরত মাস্টার নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কখন ঘটেছে সঠিকভাবে বলা সম্ভব না। তবে নকশিকাঁথা এক্সপ্রেসে ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির আই সি শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত অবস্থায় আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে নিয়ে এসেছি। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই মৃতদেহের হাতের ছাপ নিবে, পরিচয় শনাক্ত করা গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষয় : ঝিনাইদহ মৃত্যু ট্রেন দুর্ঘটনা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh