Logo
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ২২:০১

ফরিদপুরে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ

মজুদকৃত ভোজ্যতেল। ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে একটি গোডাউন থেকে ৪ হাজার ৮০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তেল মজুদকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

আজ শনিবার (১৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউন থেকে তেল জব্দ করা হয়।  

হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দার পূর্বের দামের বোতলজাত তেল মজুদ করে রাখে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে শোভারামপুর একটি গোডাউনে তল্লাশি করা হয়। এসময় সেখানে প্রায় সাড়ে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে এক লাখ টাকা জরিমানা ও পূর্বের মূল্যে জব্দকৃত তেল ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন ও সেনেটারি ইনেস্টপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫