Logo
×

Follow Us

বাংলাদেশ

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৪:৫৩

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

খাবার অনুপযোগী গরুর মাংস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে আকরাম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আকরাম নবীনগর পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার সৈয়দ আহমেদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাংস ব্যবসায়ী আকরাম তার দোকানে পচা মাংস বিক্রি করছিলেন। তাৎক্ষণিক ভেটেরিনারি সার্জন ডা. সাদিকুল ইসলাম ওই মাংস খাবার অনুপযোগী বলে জানালে তাকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, জবাইকৃত গরুটির পা ভাঙা ছিল। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫