Logo
×

Follow Us

বাংলাদেশ

ভোলা পৃথক দুর্ঘটনায় নিহত ২

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৬:৫২

ভোলা পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের অষ্টম তলার ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

আজ সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, ভোলার ২৫০ শয্যার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে ভোলার ইলিশার তালুকদার হাট ঘরপোড়া এলাকার ট্রাক ও অটো রিসকা মুখোমুখি সংঘর্ষে মাইসা (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হয়, আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫