Logo
×

Follow Us

বাংলাদেশ

বেগমগঞ্জে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১২:২৯

বেগমগঞ্জে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

মো.ওমর ফারুক। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মো.ওমর ফারুক (৩৬) নামে চিহ্নিত এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। 

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক চিহিৃত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  

ফারুক উপজেলার রসুরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।    

আজ রবিবারর (২২ মে) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শনিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ফারুকের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫