Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে মেয়র প্রার্থী হিজলের পক্ষে ভাইয়ের গণসংযোগ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১৫:৩৪

ঝিনাইদহে মেয়র প্রার্থী হিজলের পক্ষে ভাইয়ের গণসংযোগ

মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পক্ষে গণসংযোগ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আসন্ন পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসতে বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের স্বজনরাও বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে।

এর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পক্ষে গণসংযোগ করেছেন ভাই কবীর শাহরীয়ার।  

এ সময় তিনি একটি মিছিলের নেতৃত্ব দেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

মিছিলটি ঝিনাইদহ শহরের পায়রাচত্বর থেকে স্বর্ণকার পট্টি হয়ে কেশব চন্দ্র কলেজ এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী হিজলের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রার্থীর ভাই এ সময় হাত নেড়ে ভোটারদের শুভেচ্ছাবিনিময় করেন।

এ মিছিলে প্রার্থীর কর্মীরাসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫