গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় ৫ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২২, ১৫:৫৫
ধর্ষণচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মো. আজিজ ওরফে বদু মিয়া। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় মো. আজিজ ওরফে বদু মিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। একই সাথে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আজ রবিবার (২২ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মানিকগঞ্জের কোর্ট ইন্সপক্টের আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. আজিজ ওরফে বদুর বাড়ি শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের খালিশা এলাকায়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ এপ্রিল রাতে একই ইউনিয়নের দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা করেন আসামি আজিজ ওরফে বদু। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই বছরের ৫ মে গৃহবধূর স্বামী বাদী হয়ে আসামির নাম উল্লেখ করে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। শিবালয় থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা হাসেম আলী ২০১২ সালের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ছয়জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন।