Logo
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১৬:২০

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার

যমুনা নদী থেকে মরদেহ উদ্ধার। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিখোঁজের দুইদিন পর আহসান হাবিব (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২২ মে) দুপুরের দিকে শিবালয়ের জাফরগঞ্জ এলাকার যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আহসান হাবিবের বাড়ি বগুড়া সদরের ফুলবাড়ি কুপাড়া গ্রামে। তিনি সাভারের আশুলিয়া এলাকার নাসা গার্মেন্টসের জেনারেল ম্যানেজার (ওয়াশিং) পদে কর্মরত ছিলেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, গত শুক্রবার বিকেলে শিবালয়ের যমুনা নদীর জাফরগঞ্জ এলাকায় গোসল করতে গিয়ে স্রোতে নিখোঁজ হয় আহসান হাবিব। এরপর স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরি তাকে খোঁজ করেন। অবশেষে রবিবার দুপুরের দিকে জাফরগঞ্জ এলাকার দুইশ গজ দূর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫