Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্যাংক জালিয়াতির মামলায় গ্রেপ্তার আমান গ্রুপের ৩ কর্ণধার

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:৫০

ব্যাংক জালিয়াতির মামলায় গ্রেপ্তার আমান গ্রুপের ৩ কর্ণধার

আমান গ্রুপের তিন কর্ণধার। ছবি : রাজশাহী প্রতিনিধি

ব্যাংক জালিয়াতির মামলায় আমান গ্রুপের তিন কর্ণধারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার (২৩ মে) রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন।

গ্রেফারকৃতরা হলেন- আমান গ্রুপের পরিচালক তৌফিকুল ইসলাম, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম  ও পরিচালক শফিকুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, আমান গ্রুপের আরএসটি ইন্টারন্যাশনালের নামে মোহনপুর মৌগাছি এলাকায় আসামিরা জমি বন্ধক রেখে যমুনা ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চ থেকে ঋণ নেন। এরপর ঋণের ৮৮ কোটি টাকা পরিশোধ না করে জালিয়াতির মাধ্যমে ১১৩ শতক জমি অন্যত্র হস্তান্তর করেন। 

বিষয়টি জানতে পেরে আমান গ্রুপের তিন কর্ণধারের বিরুদ্ধে জালিয়াতির মামলা করে যমুনা ব্যাংক। পরে গতকাল তারা রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে এলে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আসামিরা তিন ভাই। রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় তাদের বাড়ি। যমুনা ব্যাংকে প্রতারণার মোট পাঁচটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। একটি মামলায় আদালত তাদের কারাগারে পাঠালেন।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম জানান, আসামিরা উচ্চ আদালত  থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে উচ্চ আদালতের আদেশ মোতাবেক তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

এ বিষয়ে যমুনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. হাসানুর রহমান জানান, মামলাটি আদালতের প্রক্রিয়াধীন। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫