Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে যুবককে গলাকেটে হত্যা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৩:৫২

বরিশালে যুবককে গলাকেটে হত্যা

প্রতীকী ছবি

বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রাম থেকে মনির হাওলাদার (৩২) নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ মে) সকালে নিজ বাড়ির পাশে একটি বিলের মধ্য থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মনির কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। পেশায় তিনি স্থানীয় বাসস্ট্যান্ডের টিকেট ক্লার্ক ছিলেন।

তথ্য নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাকসুদুর রহমান জানান, বিলের মধ্য ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ধারনা করা হচ্ছে গত রাতে ওই যুবককে হত্যা করে মৃতদেহ বিলের মধ্য ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫