Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৮:০৯

প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী

প্রতীকী ছবি।

প্রেমিকের সাথে দেখা করতে স্ত্রী গিয়েছিলেন হোটেলে। তার পিছু নেন স্বামীও। ওত পেতে থেকে অবশেষে প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরেও ফেলেন। পরে দুইজনকেই পুলিশে হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশনাল হোটেলে ঘটে এ ঘটনা।

আটকের পর তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, দুপুরে প্রেমিকের সঙ্গে হোটেলে দেখা করার সময় স্বামীর হাতে ধরা পড়েছেন এক তরুণী। এ সময় তার প্রেমিককেও আটক করা হয়। তাদের দুজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫