
কলেজছাত্রী সান-ই-জাহান জুয়েনা। ছবি: বরিশাল প্রতিনিধি
বরিশালে মেস থেকে সান-ই-জাহান জুয়েনা নামের এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৩ মে) রাতে সরকারি ব্রজমোহন কলেজের মসজিদ গেইট সংলগ্ন আইনুন ভিলা ছাত্রী নিবাসের চার তলার ৪০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জুয়েনা সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মাসুম ফরাজী ও মোসাম্মৎ শিরিন দম্পতির মেয়ে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে তাকে উদ্ধার করতে হয়েছে।
অন্য বাসিন্দাদের বরাত দিয়ে লোকমান হোসেন বলেন, ওই কক্ষে জুয়েনা একাই বাস করতো। বিকেলে তার কক্ষে গিয়ে খাবার পৌঁছে দেয় ছাত্রী নিবাসের লোক। রাত ৯টার দিকে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেলে অন্য ছাত্রীরা দরজা খোলার জন্য বলে। কেউ দরজা না খোলায় সন্দেহ হলে ছাত্রী নিবাস কর্তৃপক্ষকে জানান। তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
লোকমান হোসেন বলেন, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা এসেছে। আজ মৃতদেহের ময়না তদন্ত হবে।