Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২২, ১৯:২০

স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত জুনায়েদুল ইসলাম ফাহিম (৬) উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আমিন উল্যাহ বাহারের ছেলে।

আজ শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক। তিনি বলেন, ফাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শনিবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫